ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিনেমার প্রচারণায় ফুটবল ম্যাচে অংশ নিয়েছে ‘দামাল’ টিম

  • পোস্ট হয়েছে : ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 2

বিনোদন ডেস্ক: আগামী ২৮ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাছহে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমাটি। স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে নির্মাণ করা এই সিনেমাটি। সিনেমার প্রচারণা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন ‘দামাল’ টিম। প্রচারণার অংশ হিসেবে তারা এবার ফুটবল ম্যাচে অংশ নেন। পেশাদার ফুটবলারদের বিপরীতে খেলেন শিল্পীরা।

শনিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে এই তারকাখচিত ম্যাচ শুরু হয়। ম্যাচটির নাম দেওয়া হয় ‘দামাল’ বনাম ‘বসুন্ধরা কিংস’। এতে ‘বসুন্ধরা কিংস’ দলের প্রফেশনাল প্লেয়ারদের বিপরীতে ‘দামাল’র হয়ে মাঠে নামেন সিয়াম, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সমু চৌধুরী, সৌমিক, সৌভিক, সুমিত, সোলায়মান সুখন, আয়মান সাদিক, জামাল ভুঁইয়া, রাসেল মাহমুদ, সোহেল মণ্ডল, এফএস নাঈম প্রমুখ। গ্যালারিতে ছিলেন জাহিদ হাসানসহ অনেক তারকা।

খেলার অর্ধেক পর্যন্ত (বিকাল ৫টা) ‘দামাল’ এক-শূন্য গোলে পিছিয়ে ছিল। তবে বিকাল ৫টা ৪০ মিনিটের মাথায় প্যানাল্টি গোলে সমতায় ফিরে টিম ‘দামাল’। ফুলবল ম্যাচটি এই ফলাফলেই শেষ হয় ।

এই ম্যাচ প্রসঙ্গে রায়হান রাফী মাঠে নেমে বলেন, ‘এটা আসলে একটা মজা করে খেলা। একটা চমক। এখানে আসলে আলাদা দল নেই। দুই দলই ‘দামাল’। এটা আনন্দ ম্যাচ। আমরা দেখাতে চেয়েছি, একটি সিনেমাকে ঘিরে যে এত বড় আয়োজন করা যায় সেটি। কারণ অনেককেই বলতে শুনি, বাংলা সিনেমা হয় না। এটার প্রমোশন হয় না। এসব যাবতীয় ‘হয় না’র বিরুদ্ধে আমাদের এই ম্যাচ। আমরা এখানে প্রচুর তারকাদের পেয়েছি। আমাদের জাতীয় দলের অধিনায়ক জামাল ভাইকে পেয়েছি। এরচেয়ে বড় চমক বা মজা কী হতে পারে।’

নির্মাতা জানান, সিনেমা মুক্তি পর্যন্ত এমন আরও অনেক চমক দেখাবে ‘দামাল’ টিম। এই সিনেমায় মুখ্য দুই ফুটবলার মুন্না ও দুর্জয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সিয়াম আহমেদ। আরও আছেন বিদ্যা সিনহা মিম।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিনেমার প্রচারণায় ফুটবল ম্যাচে অংশ নিয়েছে ‘দামাল’ টিম

পোস্ট হয়েছে : ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক: আগামী ২৮ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাছহে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমাটি। স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে নির্মাণ করা এই সিনেমাটি। সিনেমার প্রচারণা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন ‘দামাল’ টিম। প্রচারণার অংশ হিসেবে তারা এবার ফুটবল ম্যাচে অংশ নেন। পেশাদার ফুটবলারদের বিপরীতে খেলেন শিল্পীরা।

শনিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে এই তারকাখচিত ম্যাচ শুরু হয়। ম্যাচটির নাম দেওয়া হয় ‘দামাল’ বনাম ‘বসুন্ধরা কিংস’। এতে ‘বসুন্ধরা কিংস’ দলের প্রফেশনাল প্লেয়ারদের বিপরীতে ‘দামাল’র হয়ে মাঠে নামেন সিয়াম, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সমু চৌধুরী, সৌমিক, সৌভিক, সুমিত, সোলায়মান সুখন, আয়মান সাদিক, জামাল ভুঁইয়া, রাসেল মাহমুদ, সোহেল মণ্ডল, এফএস নাঈম প্রমুখ। গ্যালারিতে ছিলেন জাহিদ হাসানসহ অনেক তারকা।

খেলার অর্ধেক পর্যন্ত (বিকাল ৫টা) ‘দামাল’ এক-শূন্য গোলে পিছিয়ে ছিল। তবে বিকাল ৫টা ৪০ মিনিটের মাথায় প্যানাল্টি গোলে সমতায় ফিরে টিম ‘দামাল’। ফুলবল ম্যাচটি এই ফলাফলেই শেষ হয় ।

এই ম্যাচ প্রসঙ্গে রায়হান রাফী মাঠে নেমে বলেন, ‘এটা আসলে একটা মজা করে খেলা। একটা চমক। এখানে আসলে আলাদা দল নেই। দুই দলই ‘দামাল’। এটা আনন্দ ম্যাচ। আমরা দেখাতে চেয়েছি, একটি সিনেমাকে ঘিরে যে এত বড় আয়োজন করা যায় সেটি। কারণ অনেককেই বলতে শুনি, বাংলা সিনেমা হয় না। এটার প্রমোশন হয় না। এসব যাবতীয় ‘হয় না’র বিরুদ্ধে আমাদের এই ম্যাচ। আমরা এখানে প্রচুর তারকাদের পেয়েছি। আমাদের জাতীয় দলের অধিনায়ক জামাল ভাইকে পেয়েছি। এরচেয়ে বড় চমক বা মজা কী হতে পারে।’

নির্মাতা জানান, সিনেমা মুক্তি পর্যন্ত এমন আরও অনেক চমক দেখাবে ‘দামাল’ টিম। এই সিনেমায় মুখ্য দুই ফুটবলার মুন্না ও দুর্জয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সিয়াম আহমেদ। আরও আছেন বিদ্যা সিনহা মিম।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: