ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির চেষ্টা, উদ্ধার করল পুলিশ

  • পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক: ডেনমার্ক ফেরত এক প্রবাসী নিজ বাড়িতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের কবলে পড়েন, এসময় রাস্তায় টহলরত পুলিশের টিম ঘটনাটি আঁচ করতে পেরে তাদেরকে উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেনমার্ক প্রবাসী ওই তরুণ ঢাকা থেকে ফেনীর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওত পেতে ছিল ডাকাতদলের ৬ সক্রিয় সদস্য। তারা পথে রড ফেলে ওই প্রবাসীর গাড়ির গতিরোধ করে। সদর দক্ষিণ থানার টহল পুলিশ ঘটনা আঁচ করতে পেরে ডাকাতদলকে ধাওয়া করে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি ছুড়লে রহিম ও সাব্বির নামে দু’জন গুলিবিদ্ধ হন। পরে তাদের আটক করা হয়। ডাকাত চক্রের অন্যরা এ সময় পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনের মধ্যে আটক রহিমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিস্তল জব্দ করা হয়েছে। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি আছে।

এ ঘটনায় আহত হয়েছেন এএসআই ইয়াছিন ও একজন কনস্টেবল। তারাও কুমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দলের বাকি সদস্যরা ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।

ডেনমার্ক ফেরত ওই তরুণের মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির চেষ্টা, উদ্ধার করল পুলিশ

পোস্ট হয়েছে : ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ডেনমার্ক ফেরত এক প্রবাসী নিজ বাড়িতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের কবলে পড়েন, এসময় রাস্তায় টহলরত পুলিশের টিম ঘটনাটি আঁচ করতে পেরে তাদেরকে উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেনমার্ক প্রবাসী ওই তরুণ ঢাকা থেকে ফেনীর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওত পেতে ছিল ডাকাতদলের ৬ সক্রিয় সদস্য। তারা পথে রড ফেলে ওই প্রবাসীর গাড়ির গতিরোধ করে। সদর দক্ষিণ থানার টহল পুলিশ ঘটনা আঁচ করতে পেরে ডাকাতদলকে ধাওয়া করে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি ছুড়লে রহিম ও সাব্বির নামে দু’জন গুলিবিদ্ধ হন। পরে তাদের আটক করা হয়। ডাকাত চক্রের অন্যরা এ সময় পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনের মধ্যে আটক রহিমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিস্তল জব্দ করা হয়েছে। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি আছে।

এ ঘটনায় আহত হয়েছেন এএসআই ইয়াছিন ও একজন কনস্টেবল। তারাও কুমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দলের বাকি সদস্যরা ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।

ডেনমার্ক ফেরত ওই তরুণের মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: