ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

  • পোস্ট হয়েছে : ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • 3

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইতিহাস গড়ে প্রথম ওয়ানডে শক্তিশালী ভারত নারী দলকে ৪০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতের মেয়েরা। বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভারের (৪৪) ম্যাচটিতে ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান। তবে লক্ষ্য তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১১৩ রানেই থামে সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন প্রিয়া পুনিয়া ও স্মৃতি মান্ধানা। তবে উইকেটে থিতু হওয়ার সাজঘরে ফিরেছেন স্মৃতি। মারুফার বলে নিগার সুলতানার তালুবন্দী হয়ে ১১ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে সফরকারীরা। অবশ্য দীপ্তি শর্মা ও আমানজট কৌরের ব্যাটে খানিকটা এগোতে থাকে ভারত। তবে টাইগার বোলারদের তোপে জুটি গড়তে পারেননি তারা। এতে খেই হারিয়ে ফেলে ভারত, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি হারমানপ্রীত কৌরের দল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন মারুফা আক্তার। এছাড়াও সফরকারীদের তিনটি উইকেট নেন রাবেয়া খান।

এর আগে টসে জিতে বাংলাদেশের মেয়েদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে ধীর গতির শুরু করেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। ম্যাচের ৮তম ওভারে আমানজটের বলে মিড অফে হারমানপ্রীতের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুর্শিদা (১৩)। এরপরের ওভারে রানের খাতা খোলার আগেই রান আউটের শিকার হন শারমিন। এতে খানিকটা চাপে পড়ে টাইগ্রেসরা।

দলের হাল ধরতে উইকেটে আসেন ফারজানা হক। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। তবে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরানো এই জুটি ভাঙেন আমানজট কৌর। তার বলে কাট করতে গিয়ে ভারতের উইকেটরক্ষক ভাটিয়ার তালুবন্দী হন ফারজানা। এতে তাদের ৪৯ রানের জুটি ভাঙে।

এরপর ক্রিজে আসেন রিতু মনি। তবে উইকেটে থিতু হওয়ার আগেই মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ে রাবেয়াকে নিয়ে লড়াই চালিয়ে যান নিগার সুলতানা। যদিও আমানজটের বলেই উইকেট বিলিয়ে দেন টাইগ্রেস দলপতি। ভারতীয় এই পেসারের বলে লেগ বিফরের ফাঁদে পড়ার আগে ৩৯ রান করেন জ্যোতি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে বাংলাদেশের মেয়েরা। অবশ্য ঘরের মাঠে ফাহিমা (১২) ও সুলতানার (১৬) ক্যামিওতে ১৫২-তে থামে স্বাগতিকদের ইনিংস।

এদিন ভারত নারী দলের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আমানজট কৌর।

বিজনেস আওয়ার/ ১৬ জুলাই,২০২৩/এসএএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

পোস্ট হয়েছে : ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইতিহাস গড়ে প্রথম ওয়ানডে শক্তিশালী ভারত নারী দলকে ৪০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতের মেয়েরা। বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভারের (৪৪) ম্যাচটিতে ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান। তবে লক্ষ্য তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে ১১৩ রানেই থামে সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন প্রিয়া পুনিয়া ও স্মৃতি মান্ধানা। তবে উইকেটে থিতু হওয়ার সাজঘরে ফিরেছেন স্মৃতি। মারুফার বলে নিগার সুলতানার তালুবন্দী হয়ে ১১ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে সফরকারীরা। অবশ্য দীপ্তি শর্মা ও আমানজট কৌরের ব্যাটে খানিকটা এগোতে থাকে ভারত। তবে টাইগার বোলারদের তোপে জুটি গড়তে পারেননি তারা। এতে খেই হারিয়ে ফেলে ভারত, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি হারমানপ্রীত কৌরের দল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন মারুফা আক্তার। এছাড়াও সফরকারীদের তিনটি উইকেট নেন রাবেয়া খান।

এর আগে টসে জিতে বাংলাদেশের মেয়েদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে ধীর গতির শুরু করেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। ম্যাচের ৮তম ওভারে আমানজটের বলে মিড অফে হারমানপ্রীতের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুর্শিদা (১৩)। এরপরের ওভারে রানের খাতা খোলার আগেই রান আউটের শিকার হন শারমিন। এতে খানিকটা চাপে পড়ে টাইগ্রেসরা।

দলের হাল ধরতে উইকেটে আসেন ফারজানা হক। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। তবে প্রতিপক্ষ শিবিরে ভয় ধরানো এই জুটি ভাঙেন আমানজট কৌর। তার বলে কাট করতে গিয়ে ভারতের উইকেটরক্ষক ভাটিয়ার তালুবন্দী হন ফারজানা। এতে তাদের ৪৯ রানের জুটি ভাঙে।

এরপর ক্রিজে আসেন রিতু মনি। তবে উইকেটে থিতু হওয়ার আগেই মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ে রাবেয়াকে নিয়ে লড়াই চালিয়ে যান নিগার সুলতানা। যদিও আমানজটের বলেই উইকেট বিলিয়ে দেন টাইগ্রেস দলপতি। ভারতীয় এই পেসারের বলে লেগ বিফরের ফাঁদে পড়ার আগে ৩৯ রান করেন জ্যোতি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে বাংলাদেশের মেয়েরা। অবশ্য ঘরের মাঠে ফাহিমা (১২) ও সুলতানার (১৬) ক্যামিওতে ১৫২-তে থামে স্বাগতিকদের ইনিংস।

এদিন ভারত নারী দলের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আমানজট কৌর।

বিজনেস আওয়ার/ ১৬ জুলাই,২০২৩/এসএএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: