বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ ফান্ডের বিষয়ে জানাতে তালিকাভুক্ত ৩০ ব্যাংককে চিঠি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চিঠিতে আগামি ৭ কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে ওই বিশেষ ফান্ড গঠন ও বিনিয়োগ সম্পর্ক্যে জানাতে বলা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাক্ষরিত এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে তারল্য সমাধানে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এলক্ষ্যে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠনের জন্য সার্কূলার জারি করেছে।
এ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১১(২) অনুযায়ি, আগামি ৭ কার্যদিবসের মধ্যে ফান্ড গঠন ও বিনিয়োগের তথ্য জানানোর জন্য বিএসইসি চিঠিতে অনুরোধ করেছে। এক্ষেত্রে গত ১০ ফেব্রুয়ারির এবং ২৮ জুনের বিনিয়োগের তথ্য জানানোর জন্য বলা হয়েছে।
আরও পড়ুন….
ফ্লোর প্রাইসে বিনিয়োগকারীদের রক্ষা
কাউকে তোয়াক্কা করছে না এলআর গ্লোবাল
১১২ টাকা ইস্যু মূল্যের এমআই সিমেন্ট দেয় ১ টাকা লভ্যাংশ
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/আরএ
One thought on “বিশেষ ফান্ডের বিষয়ে জানাতে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বিএসইসির চিঠি”