ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেলে আট প্রতিষ্ঠান

  • পোস্ট হয়েছে : ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • 5

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক আটটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র দেওয়া হয়েছে। অপর তিনটিকে ছয় মাস পর এলও আই দেওয়া হবে। রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

নীতিগত অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি বর্তমানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। অপর পাঁচটি ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে বর্তমানে সম্পৃক্ততা নেই। এই ব্যাংকের লাইসেন্স পেতে ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল।

যে আট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলো হলো: বিকাশ ডিজিটাল ব্যাংক, ১০টি ব্যাংক মিলিয়ে ডিজি-টেন ব্যাংক এবং ব্যাংক এশিয়ার ডিজিটাল ব্যাংক। এসব প্রতিষ্ঠান বর্তমানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া, নগদ ডিজিটাল ব্যাংক, কড়ি ডিজিটাল ব্যাংক, স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক এবং নর্থ-ইস্ট ডিজিটাল ব্যাংক। এসব প্রতিষ্ঠান বর্তমানে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নয়।

নীতিগত অনুমোদন পাওয়া ডিজি-টেন ব্যাংকের যে ১০টি ব্যাংক অন্তর্ভুক্ত, সেগুলো হলো: সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক।

নতুন ব্যাংকিং ব্যবস্থা ডিজিটাল ব্যাংকের জন্য প্রয়োজনীয় ন্যূনতম মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে প্রথাগত ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম মূলধন লাগে ৫০০ কোটি টাকা।

ডিজিটাল ব্যাংকের গাইডলাইনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকে প্রত্যেক স্পন্সরের সর্বনিম্ন শেয়ারহোল্ডিং হবে ৫০ লাখ টাকা (সর্বোচ্চ ১০ শতাংশ বা ১২.৫ কোটি টাকা)। ডিজিটাল ব্যাংক পরিচালিত হবে ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের প্রণীত গাইডলাইন বা নির্দেশিকা অনুসারে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেলে আট প্রতিষ্ঠান

পোস্ট হয়েছে : ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক আটটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র দেওয়া হয়েছে। অপর তিনটিকে ছয় মাস পর এলও আই দেওয়া হবে। রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

নীতিগত অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি বর্তমানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। অপর পাঁচটি ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে বর্তমানে সম্পৃক্ততা নেই। এই ব্যাংকের লাইসেন্স পেতে ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল।

যে আট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলো হলো: বিকাশ ডিজিটাল ব্যাংক, ১০টি ব্যাংক মিলিয়ে ডিজি-টেন ব্যাংক এবং ব্যাংক এশিয়ার ডিজিটাল ব্যাংক। এসব প্রতিষ্ঠান বর্তমানে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া, নগদ ডিজিটাল ব্যাংক, কড়ি ডিজিটাল ব্যাংক, স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক এবং নর্থ-ইস্ট ডিজিটাল ব্যাংক। এসব প্রতিষ্ঠান বর্তমানে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নয়।

নীতিগত অনুমোদন পাওয়া ডিজি-টেন ব্যাংকের যে ১০টি ব্যাংক অন্তর্ভুক্ত, সেগুলো হলো: সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক।

নতুন ব্যাংকিং ব্যবস্থা ডিজিটাল ব্যাংকের জন্য প্রয়োজনীয় ন্যূনতম মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে প্রথাগত ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম মূলধন লাগে ৫০০ কোটি টাকা।

ডিজিটাল ব্যাংকের গাইডলাইনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকে প্রত্যেক স্পন্সরের সর্বনিম্ন শেয়ারহোল্ডিং হবে ৫০ লাখ টাকা (সর্বোচ্চ ১০ শতাংশ বা ১২.৫ কোটি টাকা)। ডিজিটাল ব্যাংক পরিচালিত হবে ব্যাংক কোম্পানি আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের প্রণীত গাইডলাইন বা নির্দেশিকা অনুসারে।

বিজনেস আওয়ার/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: