ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এক বছর পর ফিরছেন সাকিব

  • পোস্ট হয়েছে : ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • 2

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার সর্বশেষ দেশের জার্সিতে মাঠে নামেন ৬ নভেম্বর ২০২৩ সালে, বিশ্বকাপের ম্যাচে, শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্টে ফিরছেন প্রায় এক বছর পর। এতদিন পর টেস্ট খেলার অপেক্ষায় থাকা সাকিব প্রত্যাবর্তন রাঙাতে ব্যক্তিগত কোনো লক্ষ্য নির্ধারণ করেননি।

আজ রাজধানীর উত্তরায় রূপায়ন সিটির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়ে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা।

দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, গর্বিত।’লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-২ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ জয়ের সম্ভাবনা উবে গেছে।

সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সাকিবের ধ্যানজ্ঞান এখন দলীয় সাফল্যে।

সাকিব বলেন, ‘আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন।কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

নাজমুল হোসেনের অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘খুবই তাড়াতাড়ি হয়ে যায় (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত (নাজমুল) অসাধারণ একজন অধিনায়ক হবে।’

বিজনেস আওয়ার/২৮ মার্চ/ জুয়েল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এক বছর পর ফিরছেন সাকিব

পোস্ট হয়েছে : ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার সর্বশেষ দেশের জার্সিতে মাঠে নামেন ৬ নভেম্বর ২০২৩ সালে, বিশ্বকাপের ম্যাচে, শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্টে ফিরছেন প্রায় এক বছর পর। এতদিন পর টেস্ট খেলার অপেক্ষায় থাকা সাকিব প্রত্যাবর্তন রাঙাতে ব্যক্তিগত কোনো লক্ষ্য নির্ধারণ করেননি।

আজ রাজধানীর উত্তরায় রূপায়ন সিটির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়ে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা।

দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, গর্বিত।’লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-২ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ জয়ের সম্ভাবনা উবে গেছে।

সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সাকিবের ধ্যানজ্ঞান এখন দলীয় সাফল্যে।

সাকিব বলেন, ‘আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন।কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

নাজমুল হোসেনের অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘খুবই তাড়াতাড়ি হয়ে যায় (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত (নাজমুল) অসাধারণ একজন অধিনায়ক হবে।’

বিজনেস আওয়ার/২৮ মার্চ/ জুয়েল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: