ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জিপির অর্ধেকের বেশি টার্নওভার রবির, কিন্তু মুনাফা ১ শতাংশেরও কম

  • পোস্ট হয়েছে : ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • 103

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীনফোনের (জিপি) রেভিনিউ বা টার্নওভারের অর্ধেকের বেশি হয় রবি আজিয়াটার। কিন্তু শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাঁদা সংগ্রহ শুরু করা কোম্পানিটির মুনাফা জিপির মাত্র ০.৪৯ শতাংশ।

কোম্পানি দুটির ২০১৯ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, ২০১৯ সালে জিপির টার্নওভার হয় ১৪ হাজার ৩৬৫ কোটি ৬৩ লাখ টাকার। এই টার্নওভার থেকে সব ব্যয় শেষে কোম্পানিটির ওই বছরে নিট মুনাফা হয় ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকা।

অন্যদিকে একইবছরে রবির টার্নওভার হয় ৭ হাজার ৪৮১ কোটি ১৭ লাখ টাকার। যা জিপির ৫২ শতাংশ। এই টার্নওভারের পরেও কোম্পানিটির নিট মুনাফা হয়েছে মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকা। যা জিপির ০.৪৯ শতাংশ।

১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধন দিয়ে জিপির ওই বছরে ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা হয়। যাতে শেয়ারপ্রতি হিসাবে মুনাফা (ইপিএস) হয় ২৫.৫৬ টাকা।

অন্যদিকে ৪ হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকার বিশাল পরিশোধিত মূলধন দিয়ে রবির মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকার নিট মুনাফা হয়। এই আকাশচুম্বি মূলধন দিয়ে এতো কম মুনাফা করায় কোম্পানিটির ইপিএস নেমে আসে তলানিতে। ওই বছরে কোম্পানিটির ইপিএস হয় ০.০৪ টাকা।

আরও পড়ুন……

গ্রামীণফোনের থেকে নিট সম্পদে এগিয়ে থেকেও ঋণে জর্জরিত রবি

গ্রামীনফোনের থেকে ২৬৬১ কোটি টাকার বেশি সম্পদ নিয়েও ধুকছে রবি
রবি শেয়ারপ্রতি ১ টাকা পাওয়ারও যোগ্যতা অর্জন করতে পারেনি
ইতিহাসের সর্বনিম্ন ইপিএস নিয়ে সর্বোচ্চ শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে রবি
সবচেয়ে বড় মূলধনী ন্যাশনাল ব্যাংক আস্থার তলানিতে, আসছে আরও দূর্বল ব্যবসার রবি
আইপিওকালীন জিপির ২৪৩ কোটি টাকার মূলধনে মুনাফা ছিল ৩০৬ কোটি, রবির ৪৭১৪ কোটিতে?

বিজনেস আওয়ার/১৯ নভেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

12 thoughts on “জিপির অর্ধেকের বেশি টার্নওভার রবির, কিন্তু মুনাফা ১ শতাংশেরও কম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জিপির অর্ধেকের বেশি টার্নওভার রবির, কিন্তু মুনাফা ১ শতাংশেরও কম

পোস্ট হয়েছে : ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীনফোনের (জিপি) রেভিনিউ বা টার্নওভারের অর্ধেকের বেশি হয় রবি আজিয়াটার। কিন্তু শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাঁদা সংগ্রহ শুরু করা কোম্পানিটির মুনাফা জিপির মাত্র ০.৪৯ শতাংশ।

কোম্পানি দুটির ২০১৯ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, ২০১৯ সালে জিপির টার্নওভার হয় ১৪ হাজার ৩৬৫ কোটি ৬৩ লাখ টাকার। এই টার্নওভার থেকে সব ব্যয় শেষে কোম্পানিটির ওই বছরে নিট মুনাফা হয় ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকা।

অন্যদিকে একইবছরে রবির টার্নওভার হয় ৭ হাজার ৪৮১ কোটি ১৭ লাখ টাকার। যা জিপির ৫২ শতাংশ। এই টার্নওভারের পরেও কোম্পানিটির নিট মুনাফা হয়েছে মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকা। যা জিপির ০.৪৯ শতাংশ।

১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধন দিয়ে জিপির ওই বছরে ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা হয়। যাতে শেয়ারপ্রতি হিসাবে মুনাফা (ইপিএস) হয় ২৫.৫৬ টাকা।

অন্যদিকে ৪ হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকার বিশাল পরিশোধিত মূলধন দিয়ে রবির মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকার নিট মুনাফা হয়। এই আকাশচুম্বি মূলধন দিয়ে এতো কম মুনাফা করায় কোম্পানিটির ইপিএস নেমে আসে তলানিতে। ওই বছরে কোম্পানিটির ইপিএস হয় ০.০৪ টাকা।

আরও পড়ুন……

গ্রামীণফোনের থেকে নিট সম্পদে এগিয়ে থেকেও ঋণে জর্জরিত রবি

গ্রামীনফোনের থেকে ২৬৬১ কোটি টাকার বেশি সম্পদ নিয়েও ধুকছে রবি
রবি শেয়ারপ্রতি ১ টাকা পাওয়ারও যোগ্যতা অর্জন করতে পারেনি
ইতিহাসের সর্বনিম্ন ইপিএস নিয়ে সর্বোচ্চ শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে রবি
সবচেয়ে বড় মূলধনী ন্যাশনাল ব্যাংক আস্থার তলানিতে, আসছে আরও দূর্বল ব্যবসার রবি
আইপিওকালীন জিপির ২৪৩ কোটি টাকার মূলধনে মুনাফা ছিল ৩০৬ কোটি, রবির ৪৭১৪ কোটিতে?

বিজনেস আওয়ার/১৯ নভেম্বর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: